২৫

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় ইএসডিওর কৃষি ইউনিটের উদ্যোগে “পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে টমেটো চাষ” বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ বাবুল বনিক, প্রোগ্রাম হেড (কৃষি), ইএসডিও এবং কৃষিবিদ মোঃ মুন্নাফ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার (কৃষি), ইএসডিও ঠাকুরগাঁও।
সভায় বক্তারা জানান, মালচিং পেপার ব্যবহারের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমছে এবং ফসলের ফলন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলায় এই প্রযুক্তির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা মালচিং পেপারের কার্যকারিতা নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বিস্তৃত পরিসরে ব্যবহারের আশা প্রকাশ করেন।