৬
নবীন হাসান : ঠাকুরগাঁওয়ের পূর্ব আকচায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর প্রাঙ্গণে গতকাল লোকায়ন-ইএসডিও পিঠা উৎসব-১৪৩১ অনুষ্ঠিত হয়। একই সাথে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের লোকজ খেলনা গ্যালারির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ দেওয়ান এএইচ আলমগীর,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহম্মেদ ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার সহ বিভিন্ন দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টরবৃন্দ।
পৌষের শীতল সকালে আয়োজিত এই উৎসবে নতুন ধানের পিঠার বৈচিত্র্যময় আয়োজন ও প্রদর্শনী ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। একই সাথে, গ্রামীণ ঐতিহ্যকে পুনর্জাগরণের লক্ষ্যে লোকজ খেলনা গ্যালারি উদ্বোধন করা হয়। এই গ্যালারি গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি অনন্য উদ্যোগ।
অনুষ্ঠানের বক্তারা ইএসডিও’র এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের লোকজ সংস্কৃতির উন্নয়ন ও সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।