Home » ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহে দুইদিন বন্ধ থাকছে বিদ্যালয়ের পাঠদান 

ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহে দুইদিন বন্ধ থাকছে বিদ্যালয়ের পাঠদান 

by নিউজ ডেস্ক
লোকায়ন ডেস্ক: ঠাকুরগাঁওয়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম হওয়ায় আগামী ২৪ ও ২৫ জানুয়ারী ২০২৪ খ্রী.  জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে  সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।
মঙ্গলবার  (২৩ জানুয়ারি) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খন্দকার মুনসুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় এবং রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী আগামী দুই দিন (২৪ ও ২৫ জানুয়ারি, ২০২৪ খ্রি.) অত্র জেলায় মৃদু শৈতপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস-এর নিচে থাকবে মর্মে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে।
এমতাবস্থায় উক্ত দুই দিন জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ এবং  শিক্ষকগণ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই দুই শিক্ষা অফিসার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম আমাদের প্রতিনিধি মাসুদ রানা পলককে জানান, আমরা প্রতিদিন সকালে তাপমাত্রা রেকর্ড করি। আজ মঙ্গলবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সহসাই ঠান্ডা কমে যাওয়ার সম্ভাবনা কম। জানুয়ারি মাসজুড়ে এমন ঠান্ডা বিরাজ করতে পারে বলে ধারনা করা হচ্ছ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খন্দকার মুনসুর রহমান বলেন, আজও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারিখ ২০২৪ খ্রী. জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সিদ্ধান্তের কথা জানান জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার তিনি বলেন, মাউশির সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী  ২৪ ও ২৫ জানুয়ারি তারিখ ২০২৪ খ্রী. জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তীতে তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে হলে এ পাঠদান কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত বাড়বে কিনা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন