৩
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে অগ্রণী ১০০জন কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) ইএসডিও ও হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসিরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নারগুন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের পিএম কামরুল ইসলাম প্রমূখ। এসময় ইএসডিও, হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পেরকর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।
পরে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ প্রদান শেষে ১০০ জন কৃষকের মাঝে ৪ কেজি করে মোট ৪০০ কেজি জিংক ব্রি ধান-৭৪ জাতের ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।