প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের আক্চা ইউনিয়নে বিনামূল্যে চাল পেল ২ হাজার ২৫০টি পরিবার
স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যের ভিজিএফ খাদ্যশস্যের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা আক্চা ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
পরে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার রেজাউল করিম, পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমেশ চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরিপ্রসাদ বর্মন সহ আকচা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে আকচা ইউনিয়নের কার্ডধারী ২ হাজার ২৫০টি অসহায় ও দরিদ্র পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যের ২২ হাজার ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।
বিনামূল্যের ভিজিএফ চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অসহায় ও দরিদ্র মানুষেরা।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন