Home » ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে

by নিউজ ডেস্ক

পিআইডি

২১শে মে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ২০শে মে দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২১শে মে দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার নির্বাচনি এলাকাসমূহে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া উল্লিখিত দুই উপজেলায় ১৯শে মে দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২২শে মে দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন : অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ঠাকুরগাঁও জেলাম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন