Home » ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফার্ম ভষ্মিভূত, ১০ লক্ষ টাকার ক্ষতি

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফার্ম ভষ্মিভূত, ১০ লক্ষ টাকার ক্ষতি

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডেরঘটনায় ২ হাজার ৫০০ মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ঐ ফার্মের যন্ত্রপাতিসহ ঘর সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী।

শুক্রবার (৮ মার্চ) জুম্মার নামাজের সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর বিল এলাকায় ফার্জিনা হাস্কিং মিলে ঐ পোল্ট্রি ফার্মে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় উদ্যোক্তা আশরাফ আলী ও জসিম উদ্দীন নামে দুইজন মিলে গত বছর থেকে মিলটি ভাড়া নিয়ে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের সময় ঐ পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ঘডের ঘটনা ঘটে। স্থানীয় আগুন দেখতে পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। এরআগেই ঐ ফার্মে থাকা ২ হাজার ৫০০ মুরগীর বাচ্চা আগুন পুড়ে ছাই হয়ে যায়।

আশরাফ আলী বলেন, ফার্মটির পাশে কোন জনবসতি নেই। শুক্রবার জুম্মার নামাজের সময় বৈদ্যুতিক সকল লাইন বন্ধ করে দিয়ে আমরা নামাজে যাই। হঠাৎ করেই ফার্মে আগুন লাগার খবর পেয়ে দ্রুত নামাজ শেষ করে ছুটে আসি। এসে দেশি দাউ দাউ করে আগুন জ¦লছে। বাতাস থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং তিনটি মুরগীর শেড পুরে ছাই হয়ে যায়; এরসঙ্গে ঐ শেডগুলোতে থাকা ২ হাজার ৫০০ মুরগীর বাচ্চা ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ের এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জসিম উদ্দীন বলেন, এই পোল্ট্রি ফার্ম ঘিরে আমরা স্বপ্ন বুনেছিলাম; কিন্তু আগুন আমাদের সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা পথে বসে গেলাম। আমরা মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবেই আমাদের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে। আশা করি প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তরুণ এই দুই উদ্যোক্তা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহযোগিতা কামনা করেছেন।

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, অগ্নিকা-ের ঘটনায় তিনটি ঘর ও ঐ ঘরে থাকা মুরগীর বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা চেষ্টা করবো ক্ষতিগ্রস্ত দুই উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পোল্ট্রি ফার্মের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে এবং এতে দুই লক্ষ টাকার ক্ষতি হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করলে প্রকৃত রহস্য উন্মোচন হবে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

You may also like