Home » ঠাকুরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে আড়াই বছরের এক শিশু নিহত 

ঠাকুরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে আড়াই বছরের এক শিশু নিহত 

by নিউজ ডেস্ক
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে আড়াই বছর বয়সী মো. নাইয়ুম হাসান সীন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 
 
বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ করিব। মারা যাওয়া ওই শিশুটি সনগাঁও গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে। 
 
মৃত ওই শিশুর দাদা মো. আব্দুল বাসেদ জানান, সকালে আমি বাড়ির পাশে ফসলের মাঠে ধান কাটছিলাম। আমার নাতি সেখানে গিয়েছিল। আমাকে বলল পান খাবো নাকি? পরে সে আমাকে তার দাদির কাছ থেকে পান এনে দিয়ে প্রতিবেশি শিশুদের সাথে খেলতে চলে যায়। আর আমি মাঠে ধান কাটতে থাকি। পরে তাকে খোঁজাখুজি করলে বাড়ির পাশে বৃষ্টির পানি জমাট হওয়া একটি গর্ততে দেখতে পায়, সে গর্তের পানিতে মুখ তুবরে পরে ছিল। সেই অবস্থায় তাকে তুলে ও দেখা যায় সে মারা গেছে। 
 
এতে একমাত্র নাতির এমন মৃত্যুতে শোকে কাতর তিনিসহ শিশুটির বাবা-মা ও  স্বজনরা। 
 
ওসি ফিরোজ করিব বলেন, তাদের পরিবারের কোন অভিযোগ না থাকায়। শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন