Home » ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধি ও নাগরিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধি ও নাগরিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি নিয়ে নাগরিক এবং জনপ্রতিনিধিদের মধ্যে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বে-সরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এর আয়োজনে ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বর্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়্যারম্যান দেবাশীষ দত্ত সমীর, প্যানেল মেয়র সুদাম সরকার, জেলা পরিষদ সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না।
স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
কে.এম সম্রাট আলী ও অধ্যাপক রুম্মান জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুক্ত আলোচনা পর্বে স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন আবু তোরাব মানিক, এস.এম জসিম উদ্দীন, রমজান আলী, জাহিদ হাসান, জাকির মুস্তাফিজ মিলু, খোদা বক্স ডাবলু, ফাতেমা তুস ছোগরা, সত্যজিত কন্ড,ু মনোয়ারা বেগম, হাসান বাপ্পি, মোহাম্মদ আলী, সুচরিতা, মনোয়ারা বেগম, মুনমুন আক্তার, ঐশী প্রমূখ।
মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নাগরিক নেতা, যুব নেতাসহ সাংবাদকর্মীগণ জনপ্রতিনিধিদের সামনে ঠাকুরগাঁওয়ের স্থানীয় সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় জেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সমস্যা সমূহ সমাধানের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

You may also like