স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দুই দিন পর নিবির (১২) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে শহরের মাদ্রাসা পাড়ায় বাড়ির পাশের গলিত থেকে ওই কিশোরের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিবির ঠাকুরগাঁও পৌরসভার ১ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও ওমান প্রবাসি আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে আর বাড়িতে ফেরেনি নিবির। এ নিয়ে থানায় জিডি, মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার এবং খোঁজ করা হলেও সন্ধান মেলেনি তার। শনিবার (২১ এপ্রিল) মধ্য রাতে বাড়ির জানালায় বিকট শব্দ করে দূর্বৃত্তরা। ভয়ে কেউ বাড়ি থেকে বাইরে আসেনি। তবে সকালে বাড়ির পাশের গলিতে নিবিরের নিথর মরদেহ পরে থাকতে দেখে চেচিয়ে উঠেন নিবিরের মা এবং পরিবারের সবাইকে ডাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ এবং বিস্তারিত জানা যাবে।