স্টাফ রিপোর্টার ॥ জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্দ্ধ-১৭)-(উপজেলা পর্যায়) উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ডিএফএ’র সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহিমাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, গড়েয়া ইউপি চেয়ারম্যান মো: রইসুদ্দিন সাজু, নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলামসহ অংশগ্রহনকারী ইউনিয়নের টিম কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
উদ্বোধনী দিনে ১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে “গড়েয়া ইউনিয়ন অনুর্দ্ধ-১৭” টিম ১ : ০ গোলে “রহিমানপুর ইউনিয়ন অনুর্দ্ধ-১৭ টিমকে পরাজিত করে। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন মো: জুয়েল সরকার। সহকারী পরিচালক ছিলেন মো: আলতাফুর আলিম ও মো: আসাদুজ্জামান শামিম। অফিসিয়ালের দায়িত্ব পালন করেন সিনিয়র খেলা পরিচালক মো: হাসানুজ্জামান বিপ্লব। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান।
উল্লেখ্য, টুর্নামেন্টে সদর উপজেলার ২২টি ইউনিয়ন টিম অংশগ্রহন করছে। আজ মঙ্গলবার ২টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় “বেগুনবাড়ী ইউনিয়ন” টিম তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করবে “মোহাম্মদপুর ইউনিয়ন” টিমের সাথে। অপর খেলায় “ঢোলারহাট ইউনিয়ন” টিম “শুখানপুকুরী ইউনিয়ন” টিমের সাথে প্রতিদ্বন্দিতা করবে।