পিআইডি:
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপিত হয়েছে। রবিবার (১৪ই এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও জজকোর্ট চত্বর বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ বরণের কর্মসূচি শুরু হয়। এরপর জেলাপ্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ঠাকুরগাঁও স্টেশন ক্লাবে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদ্যাপন করে।