৬৫
স্টাফ রিপোর্টার: সুইজারল্যান্ড দূতাবাসের ডিপুটি হেড অফ মিশন এবং হেড অফ কো-অপারেশন কোরিন হেনচেজ পেগনানি ঠাকুরগাঁওয়ের নাগরিক প্ল্যাটফর্মের সভায় যোগ দিয়ে প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। সোমবার দুপুরে জেলা শহরের টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের রংপুর বিভাগের ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা ঋতু, জেলা সমন্বয়কারী জুলিয়া আখতার, ঠাকুরগাঁও নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক সাদেকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকির মোস্তাফিজ মিলু, মৌসুমি রহমান, বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে সহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় তাঁর বক্তব্যে হেড অফ মিশন কোরিন ঠাকুরগাঁও নাগরিক প্ল্যাটফর্ম তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ, তাদের প্রতিভা ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে যে ভূমিকায় রয়েছে তাঁর প্রশংসা করেন এবং যেসব ব্যাপার এ দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি করবে এমন বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। উল্লেখ্য, আস্থা প্রকল্পের উদ্যোগে গঠিত যুব ফোরামগুলোর সাথে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা
ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জেলা নাগরিক প্ল্যাটফর্ম ভূমিকা রেখে আসছে ।