Home » ঢাকায় প্রতিবন্ধীদের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহন হাজীপাড়ার শামিমের

ঢাকায় প্রতিবন্ধীদের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহন হাজীপাড়ার শামিমের

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিবন্ধীদের দাবা প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ডাক পেয়েছে হাজীপাড়া মহল্লার শামিম ইসলাম। শুক্রবার রাতে হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ যোগে তাকে ঢাকায় পাঠায় এলাকাবাসী।
জানা যায়, ইস্পাহানী লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রতিবন্ধী দাবা খেলোয়াড়দের জন্য ইস্পাহানী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও ফিদে ডিজেব্যাল কমিশনের সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাসুদুর রহমান মল্লিক দিপুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য দেন।
শামিম ইসলাম পৌর শহরের হাজীপাড়া (তিনতলা প্রাইমারী স্কুল) এর পাশের বাসিন্দা। খুব অল্প সময়ের নোটিশে শামীম তার ভাই সহ প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় যায়। এ সময় হাজীপাড়া মহল্লার বেশকেছু মানুষজন তাকে কোচ কাউন্টারে এগিয়ে দিতে আসে। এগিয়ে দিতে আসা শামিমের প্রতিবেশী সাংবাদিক নুর আফতাবুল আলম রুপম ও ইউপি সচিব মো: বুলবুল আহমেদ বলেন, আমরা তাকে যে যার মত আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে ঢাকায় পাঠালাম। প্রত্যাশা করছি সে ভাল ফলাফল করবে।
উল্লেখ্য, ২ দিন ব্যাপী দাবা প্রতিযোগিতায় ঢাকা শহর ও দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩১ জন শারীরিক, দৃষ্টি ও শ্রবন প্রতিবন্ধী দাবা খেলোয়াড় অংশগ্রহন করছে। এর মধ্যে ১২ জন রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড় রয়েছেন। সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।

You may also like