Home » তাইওয়ানে সিরিজ ভূমিকম্প, ৮০ বারেরও বেশি কম্পন

তাইওয়ানে সিরিজ ভূমিকম্প, ৮০ বারেরও বেশি কম্পন

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক:

সিরিজ ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান। সোমবার (২২ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অনুভূত হয়েছে ৮০টির বেশি কম্পন। খবর এনডিটিভির।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। এর উৎপত্তি স্থল ছিল পূর্বাঞ্চলের হুয়ালিয়েনের প্রত্যন্ত এলাকায়। ভূমিকম্পের আঘাতে রাজধানী তাইপেতে ভবন কেঁপে ওঠে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ১৪ জন মারা যান। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণে অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন।

রাইজিংবিডি.কম

You may also like