লোকায়ন রিপোর্ট : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুক্রবার সকাল ১১টায় ইএসডিও’র বিজিডি ইমারজেন্সি কোল্ড ওয়েভ রেসপন্স প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেন-এর সহায়তায় ৩৪০টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীত প্যাকেজ বিতরণ করা হয়।
শীত প্যাকেজে স্বামী-স্ত্রীর জন্য ২টি কম্বল, শিশুদের জন্য ২টি সোয়েটার, এবং বয়স্কদের জন্য ১টি চাদরসহ একটি বহনযোগ্য ব্যাগ দেওয়াহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন-এর কর্মকর্তা তাজমুল ইসলাম ও তপন বালা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রতিনিধি, ইএসডিওর সিনিয়র স্টাফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপক (পিএম) সুজন খানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
তেঁতুলিয়া উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১,০১০টি পরিবারের মাঝে শীত প্যাকেজ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্যাকেজ পেয়ে উপকৃত দরিদ্র পরিবারগুলো ইএসডিও এবং সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানিয়ে বলেন