Home » দলিত আদিবাসী জনগোষ্ঠির ইস্যুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলিত আদিবাসী জনগোষ্ঠির ইস্যুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নেটওয়ার্কের সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির ইস্যুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অদ্য ২৫এপ্রিল/২৪ বেলা ১১টা সময় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ ডিএন প্লাজায় উপজেলা সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নেটওয়ার্কের সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির ইস্যুতে মতবিনিময় সভা করেছে। হেকস্ ইপার এর সহযোগীতায় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে কার্লুস মূর্মু সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের এডভোকেসী অফিসার মোঃ সুজন খান। এছাড়াও বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার মানবাধিকার সংস্থার সহসভাপতি মোঃ রায়হান,বোচাগঞ্জ উপজেলার কমিউনিষ্ট পার্টি ও উপজেলা হিন্দু বোদ্ধ খৃষ্টান্ ঐক পরিষদের সম্মানিত সভাপতি জনাব, দুলাল চক্রবর্তী, মোঃ মাহবুব আলম সভাপতি কালের কন্ঠ সুভ সংঘ, আটগাও ইউনিয়ান শাখার হিন্দু বোদ্ধ খৃষ্টান্ ঐক পরিষদের সভাপতি মিঃ আনন্দ দেব শর্মা,মহিলা প্রভাতী সংঘ সভাপতি এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামসুন নাহার , বাংলাদেশ আওয়ামীলীগের বোচাগঞ্জ উপজেলার কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লা আল মামুন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোছাঃ খোশমুদা রহমান,হরিজন ঐক্য সম্প্রদায় পরিষদের নেতা মনির লাল বাসফোর এবং বিভিন্ন কমিউনিটির ভিডিসি সভাপতি, সহসভাপতি সাধারন সম্পাদক নেতৃৃবৃন্দ, এছাড়াও উপজেলা ম্যানেজার মোছাঃ ঝর্না বেগম। সভায় সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নেটওর্য়াকের প্রতিনিধিবৃন্দ আদিবাসী দলিত জনগোষ্ঠীর বিভিন্ন ইস্যুতে এক সাথে কাজ করবে বলে একমত পোষন করেন এবং হরিজন সম্প্রদায় মানুষদের শিক্ষা,শোষান,রাস্তা মেরামত এসব বিষয় নিয়ে একত্রিত হয়ে সহযোগীতার জন্য আশ্বাস দেন।

 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন