লোকায়ন রির্পোট ॥ ‘এক আত্মা এক প্রাণ, আমরা সবাই চুরাশিয়ান” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এসএসসি চুরাশিয়ান ব্যাচের দিনব্যাপী মিলন মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলার মোলানীতে এভারগ্রীন ফার্মহাউস এন্ড অক্সিজেন পার্ক, মিঞা বাড়ি চত্বরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। মেলা চলাকালে অংশগ্রহণকারীগণ স্মৃতিচারণ করেন এবং সংগঠনকে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ ঘঠিয়ে সমাজের কল্যাণে কাজ করতে পরিকল্পনা প্রনয়নের জন্য পুর্নাঙ্গ সংগঠনে রুপ দেওয়ার আহবান জানান। এসময় সকলকে ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা জানান, চুরাশিয়ান বন্ধু ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, জাপান, ঢাকা থেকে বন্ধুসহ রংপুর থেকে মিজান তালুকদার। মেলা চলাকালে সর্বসম্মতিক্রমে এসএসসি চুরাশিয়ান ব্যাচকে সংগঠনে রুপ দিতে মুনিরুজ্জামান মোনায়েমকে আহবায়ক, রাহানুল ইসলাম মিঞা হিরাকে যুগ্ম আহ্বায়ক, আমিরুল ইসলাম সবুজকে সদস্য সচিব, সুলতানা বিলকিসকে কোষাধক্ষ ও সদস্যপদে সোয়েফ আলী শুভ্র, জাকির হোসেন মোল্লা, শাহজাহান কবির জেমস, এবিএম ছিদ্দিক বাবু, রফিকুল ইসলাম, রেজা এমডি সামসুজ্জোহা রিপন, মাসহুরা বেগমসহ মোট ১৩সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন ও ঘোষণা করা হয়। পরে উপস্থিত ব্যাচের সদস্যগণ আবৃত্তি, সঙ্গীত পরিবশন করেন এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চুরাশিয়ান মিলন মেলা অনুষ্ঠিত
১২৩