Home » দিনাজপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা

দিনাজপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক কর্মশালা

by নিউজ ডেস্ক
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
দিনাজপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের দিনাজপুর ও রংপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর ও রংপুর অঞ্চলের আয়োজনে দিনাজপুরের বাঁশের হাট ব্রাক লার্নিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কর্মশালের বিশেষ অতিথি ছিলেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান মন্ডল ও লেবু জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. ফারুক হোসেন। এতে দিনাজপুর ও রংপুর অঞ্চলের উপ-পরিচালক, অতিরিক্ত উপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন