স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ : বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন পিন্স বলেছেন, যারা খেটে টাকা তৈরী করে তাদের পকেট থাকে ফাঁকা আর যারা টাকা তৈরী করে না তাদের পকেট থাকে মোটা। এটা কি আইন ? এটা কি ইনসাব?। এটা বে-আইনী। দেশের বর্তমান এ বে আইনী পন্থা ভাংতে চায় লাল ঝান্ডার কমিউনিষ্ট পাটি। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ উপজেলা শাখার চতুর্দশ সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “দুঃশাসন হটাও-ব্যবস্থা বদলাও-বিকল্প গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষে উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাত সমির শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম, জেলা সভাপতি ইয়াকুব আলী, ও সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম। এ সময় জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর অডিটোরিয়ামে এসে শেষ হয়।