পিআইডি, রংপুর:
দেশে দক্ষ হয়েই প্রবাসে যাওয়া উচিত। কোনো কাজে দক্ষ না হয়ে বিদেশে গেলে কাজ পাওয়া কঠিন হয়। কাজ পেলেও ন্যায্য মজুরি পাওয়া যায় না। বৃহস্পতিবার (২১শে মার্চ) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা’-শীর্ষক সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রবাসীরা তাঁদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে প্রেরণ করে অর্থনীতির চাকা সচল রাখছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রবাসীরা দেশে এসে কর্মহীন থাকছেন। কোনো কোনো ক্ষেত্রে তাঁরা নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। প্রত্যাগত অভিবাসী কর্মীদের কল্যাণে সরকার ‘রিকভারি অ্যান্ড এডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রেইস) প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে প্রত্যাগত অধিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণ, আত্মকর্মসংস্থান, আইনি সহযোগিতা-সহ কল্যাণমূলক অন্যান্য সেবা প্রদান করা। ‘রেইস’ প্রকল্পে রেজিস্ট্রেশন করে সেবা গ্রহণের জন্য তিনি প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রতি আহ্বান জানান।
সেমিনারের শুরুতে রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন রংপুর জেলার অভিবাসী-সংক্রান্ত তথ্যচিত্র উপস্থাপন করেন।
রংপুর জেলাপ্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ‘রেইস’ প্রকল্পের প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি আনিকা রহমান ও রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।