প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৫, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ
নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ পরিচালনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
লোকায়ন রিপোর্ট :নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে মঙ্গলবার (১৯ নভেম্বর ) ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা (গভর্নেন্স) এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ, এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও ইএসডিও'র যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি.এম.এ. মমিন, উপপরিচালক (স্থানীয় সরকার)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীর কুমার পাল, উপ-বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এবং মো. কামরুল হাসান, উপজেলা কৃষি অফিসার।
এছাড়া উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশ, ইএসডিও'র প্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, ইউডিসির উদ্যোক্তাগন।
উক্ত কর্মশালায় ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা( গভর্নেন্স) জলবায়ু পরিবর্তন, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালার বাস্তবায়ন বিষয়ে দলীয় কাজের মাধ্যমে আইন ও নীতি বাস্তবায়নের বর্তমান অবস্থা ও সমস্যা সমূহ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন