Home » নিরাপদ কর্মপরিবেশ চাওয়ার লক্ষে এলজিইডি’র মানববন্দন

নিরাপদ কর্মপরিবেশ চাওয়ার লক্ষে এলজিইডি’র মানববন্দন

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁও সদর উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীদের উপর অব্যাহত হামলা এবং হুমকি প্রদানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন ও সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের দাবিতে এলজিইডি প্রকৌশল পরিবারের আয়োজনে ১০ মার্চ দুপুর ২ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্তরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে এলজিইডি’র সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীসহ সকলে বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডির গুরুত্ব অপরিসীম। আর সেই অবকাঠামো নির্মাণে প্রতিনিয়ত দুর্বৃত্তরা আমাদের মাধ্যমে ঠিকাদারের কাছে চাঁদা চাই। তাদের চাঁদাবাজীতে আমরা অতিষ্ঠ। চাঁদা না দিলে তারা আমাদেরকে হুমকি ধামকি দেয়। আমাদের উপর যখন তখন হামলা চালায় ও মারপিট করে। আমরা বর্তমানে আতংকিত ও শংকার মধ্যে আছি। নিরাপদ কর্মপরিবেশ নাপেলে থমকে যাবে সারাদেশের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নমূলক কাজ। নিরাপদ কর্মপরিবেশ চাওয়ার লক্ষে এ মানববন্ধনের মাধ্যমে আমরা স্থানীয় সরকার বিভাগের সু-দৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য যে,গত শনিবার (৮ মার্চ) দুপুরে ওজওউচ-৩ প্রকল্পের আওতায় সদর উপজেলার রসুলপুর থেকে শিবগঞ্জ শারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কের কার্পেটিং কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ওই এলাকার আলম, আবু হোসেন, মতিউর, আরিফসহ অজ্ঞাত আরও ২০ জনের একটি দল এলজিইডি’র কার্য সহকারী রেজওয়ানুল হককে পথরোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা সড়কের কাজ বন্ধ করে দেয় এবং কথাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রেজওয়ানুল হককে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সৌরভ, উপ সহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, নাজমুস সাকিব আকাশ ও ল্যাব সহকারী আমিনুল ইসলাম রেজওয়ানুল হককে রক্ষায় এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা করে। পরে সবাইকে আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর রেজওয়ানুল হক বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- শিবগঞ্জ শারালী এলাকার মো. আলম (৫০), আবু হোসেন (৫০), মতিউর (৩৫) ও মো. আরিফ (২৫)সহ অজ্ঞাতনামা আরো ২০ জন।

 

 

You may also like