Home » নিরাপদ সবজি ও প্রক্রিয়াজাত তৈল উৎপাদনে চেক বিতরণ

নিরাপদ সবজি ও প্রক্রিয়াজাত তৈল উৎপাদনে চেক বিতরণ

by নিউজ ডেস্ক

 

স্টাফ রিপোর্টার :- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভেল্যু চেইন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ইএসডিও’র প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রক্রিয়াজাত সরিষা ও সূর্যমুখী তৈল উৎপাদন এবং বানিজ্যিক কেঁচো সার উৎপাদনের জন্য কৃষকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি বলেন, “পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে ইএসডিও সবসময়ই কৃষকদের পাশে থাকবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবেন, তেমনি পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় কৃষক এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। প্রকল্পটির আওতায় স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

You may also like