প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৬:৩৩ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞার ঘটনার পর আফগান দলে নাভিন, ফারুকি
কেন্দ্রীয় চুক্তি বাদ দিয়ে বিদেশি লিগ খেলাকে বেশি প্রাধান্য দিতে চেয়েছিলেন আফগান তিন তারকা- নাভিন উল হক, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান। তাতে নিষেধাজ্ঞার মুখে পড়েন তারা। ওই ঘটনার এক সপ্তাহ পর নতুন মোড় নিয়েছে এই ঘটনা। বোর্ডের সঙ্গে সমঝোতায় আসার ফলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন নাভিন উল হক ও ফজল হক ফারুকি। তবে বাদ পড়েছেন স্পিনার মুজিব উর রহমান।
তখন বোর্ড বলেছিল, দেশের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে তারা প্রাধান্য দিচ্ছেন। ফলে আগামী দুই বছর বিদেশি লিগের জন্য এনওসি দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেখানে আরও বলা হয়েছিল, প্রয়োজনে আন্তর্জাতিক ক্রিকেটে এই ক্রিকেটারদের সম্পৃক্ততার বিষয়টি মূল্যায়ন ও নির্ধারণ করবে তারা।
তার পর বোর্ড যে একটা সমঝোতায় এসেছে সেটা বোঝা গেছে নতুন বিবৃতিতে। তারা বলেছে, ওই ক্রিকেটাররা বোর্ডের দ্বারস্থ হয়েছিলেন। দেশের হয়ে খেলার জন্য প্রবল ইচ্ছার কথাও জানিয়েছেন। ফলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করতে গিয়ে তারা বলেছে, বোর্ডকে ঘনিষ্ঠভাবে সহযোগিতার জন্য তাদের তীব আগ্রহের বিষয়টি স্বীকার ও প্রশংসা করছেন তারা। তবে এই বিষয়ে বোর্ড যে তদন্ত চলমান রেখেছে সেটি এগিয়ে যাবে।
মুজিব বর্তমানে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছেন। শুক্রবার মৌসুমের প্রথম জয় পেতে অবদানও রাখেন তিনি। তার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে নিষেধাজ্ঞার ওই ঘটনার পর মেলবোর্ন শুধু জানিয়েছিল, বাকি পুরো মৌসুমের জন্যই মুজিব বিগ ব্যাশে থাকবেন। ওই একই দিন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তানও। ম্যাচটা তারা জিতেছে ৭২ রানে। ম্যাচে নাভিন, ফারুকি দুজনেই খেলেছেন।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন