রংপুর, ২৩শে জ্যৈষ্ঠ, (৬ই জুন) :
‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ই জুন) নীলফামারী জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে মুখ্য আলোচক হিসাবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। নীলফামারী জেলা তথ্য অফিসার তানজির আহমেদের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
মুখ্য আলোচকের বক্তৃতায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক বলেন, নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে তিনি মায়েদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়নের পূর্বশর্ত হলো শিক্ষা। বাল্যবিবাহ নারীশিক্ষার ক্ষেত্রে একটি বড়ো বাধা। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোথাও বাল্যবিবাহ হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, সরকার বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তার কথা চিন্তা করে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। তিনি সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিম সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় নীলফামারী জেলা তথ্য অফিসার বলেন, নারীর আত্মকর্মসংস্থান ছাড়া দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তিনি নারীদের যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ ও সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণীকান্ত রায়। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন।