Home » নৌকা পেয়েছিলাম কিন্তু প্রত্যাহার করেছি এখন ভোটটা লাঙ্গল মার্কায় দিতে হবে —— সাবেক সাংসদ ইমদাদুল হক

নৌকা পেয়েছিলাম কিন্তু প্রত্যাহার করেছি এখন ভোটটা লাঙ্গল মার্কায় দিতে হবে —— সাবেক সাংসদ ইমদাদুল হক

by নিউজ ডেস্ক

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাতিহার উচ্চ বিদ্যালয় মাঠে গত রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ ইমদাদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিলো কিন্তু আমাকে প্রত্যাহার করিয়ে জাতীয় পাটিকে দেওয়া হয়েছে, জাতীয় পাটির প্রতীক লাঙ্গল তাই সবাইকে লাঙ্গল মার্কায় ভোটটা দিতে হবে। এখানে অন্য কোন প্রার্থীকে ভোট দেওয়ার প্রশ্নই আসেনা।
জনসভায় বাচোর ইউনিয়ন আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল প্রতিকের প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মেদ এমপি। গেষ্ঠ অব অনার হিসাবে বক্তব্য রাখেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ,ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায়, জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ঠিকাদার আবু তাহের, যুবসংহতির সম্পাদক কাউন্সিলর ইসাহাক আলী,সেচ্ছাসেবকলীগ সম্পাদক আরথান আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, প্রধান শিক্ষক ওমরদারাজ নুর, ইউনিয়ন আ’লীগ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা আ’লীগ ও জাতীয় পাটির সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ আসনে দুটি পৌর সভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে সংসদীয় এলাকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

You may also like