১১
পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় ষড়ঋতুর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নওগাঁ, নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন জেলা থেকে ২০টি ঘোড়া নিয়ে ২০ জন অশ্বারোহী অংশ নেন।
ঘোড়দৌড় দেখতে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসেন।
মাঈসা নামে এক তরুণী বলেন, আগে মোবাইল ও টিভিতে এ খেলা দেখেছি। আজ প্রথম সরাসরি দেখলাম। অসম্ভব ভালো লেগেছে এ প্রতিযোগিতা দেখে।
স্থানীয় লোকমান হোসেন বলেন, ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে অনেক মানুষ এসেছে। আমারাও পরিবারসহ খেলা দেখছি। গ্রামে এমন আয়োজন দেখে খুব ভালো লাগছে।
ষড়ঋতুর সভাপতি রহিম আব্দুর রহিম বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।
এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে সর্দারপাড়া গ্রামের কৃষি মাঠে বসেছে মনোহরি আর গ্রামবাংলার বিভিন্ন মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি আবালবৃদ্ধবনিতারাও।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি প্রমুখ।