Home » পঞ্চগড়ে বিজিবির বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও জনসচেতনা বৃদ্ধিও লক্ষ্যে বিজিবির মত বিনিময়

পঞ্চগড়ে বিজিবির বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও জনসচেতনা বৃদ্ধিও লক্ষ্যে বিজিবির মত বিনিময়

by নিউজ ডেস্ক

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ, মাদক, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত সংশ্লিষ্ট জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের ঢাংগী পুকুরী উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ’র ( বিজিবি)  আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ঘাগড়া বিওপির দায়িত্বপুর্ণ প্রত্যন্ত এই সীমান্ত এলাকার অসুস্থ রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়। এসময় তাদের হাতে বিনামুল্যে ওষুধ সরবরাহ করা হয়। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) উক্ত জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান, বিশেষ অতিথি ৫৬ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা,হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইদ নুরে আলম, ঢাংগি পুকুরী উচ্চবিদ্যালযের প্রধান শিক্ষক  মোজাম্মেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। প্রত্যন্ত এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা। ঢাংগিপুকুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফা আকতার হাফসা জানান হালকা রোগ হলেও চিকিৎসা নিতে ১৪/১৫ কিলোমিটার পাড়ি দিয়ে শহরে যেতে হয়। বিজিবি বিনামুল্যে চিকিৎসা দেয়ায় অনেক মানুষ উপকৃত হয়েছে। এই কার্যক্রম অব্যাহত রাখলে ভালো হয়।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন