Home » পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

by নিউজ ডেস্ক
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল নয়টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। চলতি মাসে তাপমাত্রা ওঠানামা করে জেলায় মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। গতকাল একই সময় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন ছিলো পথঘাট। কনকনে শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকেরাও। দিনের বেলাতেও তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন