লোকায়ন রিপোর্ট: পঞ্চগড়ে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার সকালে শহরের একটি সিএফসি রেস্টুরেন্টে এ কর্মশালার কৃষি বিপণন অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক এন এম আলমগীর বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার ডিএএম অংগ-এর প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুক।
কর্মশালায় জেলার ৩টি উপজেলার ৫০ জন সম্ভাব্য নতুন উদ্যোক্তা অংশ নেন। অংশগ্রহণকারীদের প্রোগ্রামের মূল লক্ষ্য, উদ্দেশ্য, প্রকল্প এলাকার প্রভাব, অন-দ্য জব প্রশিক্ষণ এবং ৫টি কৃষি পণ্যের ভ্যালুএ্যাড করাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন, কৃষি বিপণন অধিদপ্তরের ভ্যালু চেইন কনসালটেইন্ট ফাইজুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মকছুদুল কবীর।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার মো. রশিদুল ইসলাম। পঞ্চগড় কৃষি বিপণন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটি সঞ্চালনা করেন কৃষি বিপণন কর্মকর্তা ফাহিমা মিলি।