১০
পঞ্চগড় সংবাদদাতা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবসে পঞ্চগড়ে জেলা পর্যায়ে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওয়তায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকার মেহেরুন নেহার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পঞ্চগড় পৌর শহরের রৌশনাবাগ এলাকার খাদিজা আকতার, সফল জননী নারী পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় মেহেন ভিটা এলাকার নুর জানান বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার আমিনুন্নাহার পিয়া, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের হেদায়াতপুর ডাঙ্গাপাড়া এলাকার তারা মনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ।