আবু তাহের আনসারী পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ পঞ্চগড় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
আজ দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসক জহুরুল ইসলাম ( ৭ জানুয়ারী) নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রেস ব্রিফিং করেন। এ সময় জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রিয়াজ উদ্দীন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যন পঞ্চগড় সদর উপজেলা নিলুফা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান নির্বাচন সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে পঞ্চগড়-১ ও ২ আসনে ২শত ৮৭ টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যে স্বচ্ছ ব্যলট বাক্স সহ য়াবতীয় সরঞ্জামাদি পৌছানো হয়েছে। শুধুমাত্র ব্যালট পেপার সকাল ৬ টার মধ্যেই জেলার নিজ নিজ ভোট কেন্দ্রে পৌছানো হবে। একই সাথে পঞ্চগড় জেলার ২ টি আসনের ভোট স্পন্ন করার জন্য আইন শৃংখলা বাহিনীর দ্বারা গোটা জেলাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এ লক্ষে গোটা জেলায় পুলিশ, বিজিবি, র্যাব,আনসারসহ ৪হাজার ৬ শত ৪৪ জন সহ ইক্সকিউটিভ ম্যজিষ্ট্রেটসহ ৩ টি সেক্টরে বিভক্ত করে শান্তিপূর্ণ আইন শৃংখলা রক্ষার জন্য দায়িত্ব অর্পন করা হয়েছে। তাই আগামীকাল ৭ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।