Home » পঞ্চগড়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক
পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুন) বিকেলে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দইখাতা-নতুন বাংলা কালী মন্দির মাঠে দইখাতা-নতুন বাংলা যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এই ঘোড়দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগীতা দেখতে দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ আসেন। এতে নওগাঁ, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা থেকে ৩০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি। এসময় কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাবু দেব নারায়ণ রায়, মহিলা ভাইস-চেয়ারম্যান লাইলী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার বাবুলসহ অনেকে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন