Home » পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

পঞ্চগড়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

by নিউজ ডেস্ক
পঞ্চগড় প্রতিনিধি: তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কোনোভাবেই কমছেই না তাপমাত্রার পারদ। উল্টো দিন দিন বাড়ছে গরম। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন পঞ্চগড় সদর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার সকাল ১০টার দিকে উপজেলাটির কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে উপজেলাটির বিভিন্ন এলাকায় কয়েকশ মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে পঞ্চগড় তথা পুরো বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন।
বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন, চট্রগ্রামের ফটিকছড়ি ধর্মপুর এমদাদ উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মোহাম্মদ আইয়ুব।
তিনি বলেন, তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন