Home » পঞ্চগড়ে বৃষ্টির জন্য হাত ও কাপড় উল্টো করে পরে বিশেষ মোনাজাত

পঞ্চগড়ে বৃষ্টির জন্য হাত ও কাপড় উল্টো করে পরে বিশেষ মোনাজাত

by নিউজ ডেস্ক
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে টানা অনাবৃষ্টি আর তীব্র গরম থেকে মুক্তির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য হাত ও কাপড় উল্টো করে পরে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলা কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর ঠুনির ডাঙ্গা ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে পঞ্চগড় তথা পুরো বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন।
বিশেষ এই নামাজের ইমামতি করেন ঘটবর ঠুনির ডাঙ্গা ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মো. আবু সাঈদ প্রধান এবং মোনাজাত পরিচালনা করেন, পঞ্চগড় বাসস্ট্যান্ড আউলিয়া আহলে হাদীস মসজিদের খতিব মাওলানা মো. জহিরুল ইসলাম।
নামাজে কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মোল্লাসহ মুসুল্লিরা অংশ নেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন