Home » পাঁচ বছরে উত্তরা ইপিজেড থেকে রাজস্ব আয় ১২৫ কোটি টাকা

পাঁচ বছরে উত্তরা ইপিজেড থেকে রাজস্ব আয় ১২৫ কোটি টাকা

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

গত পাঁচ বছরে উত্তরা ইপিজেড থেকে মোট ১২৫ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। ২১৩ একর জমিতে নির্মিত এই ইপিজেডে রয়েছে ৩৩টি শিল্পপ্রতিষ্ঠান। এর মধ্যে ২৫টি উৎপাদনরত এবং ৮টি বাস্তবায়নাধীন। উত্তরা ইপিজেডে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ৩৫ হাজার।

উত্তরা ইপিজেডে উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে, পরচুলা, চশমা, লেদার ব্যাগ, খেলনা, পোশাক, কফিন, প্রিন্টার, ফেস্টিভ্যাল কার্নিভেল আইটেম ও গামেন্টস যন্ত্রাংশ। উৎপাদিত এসব পণ্য দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এ পর্যন্ত উত্তরা ইপিজেড থেকে রপ্তানি আয়ের পরিমাণ ২ হাজার ৪৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, ২০০১ সালের ১লা জুলাই নীলফামারী জেলায় উত্তরা ইপিজেড প্রতিষ্ঠিত হয়।

You may also like