প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ণ
পাটপণ্যের রফতানি বাড়াতে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন বলেছেন, পাটজাত পণ্যের রফতানি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে সেখানকার ক্রেতাদের কাছে এসব পণ্য বিক্রির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সেহেলি সাবরিন জানান, এ মাসে পাট ও পাটজাত পণ্য ব্যবহারের পরিবেশগত তাৎপর্য তুলে ধরতে এবং এ খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও ব্যবসাকে উৎসাহিত করতে একটি অনুষ্ঠান আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ফরেন সার্ভিস অ্যাকাডেমি প্রাঙ্গণে পাটপণ্যের বহুমাত্রিক ব্যবহার বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার সামনে তুলে ধরতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আকিজ জুট মিলস, জনতা জুট মিলস, জোবাইদা করিম জুট মিলসসহ বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এদিকে সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
ওই দুই জন হলেন– যশোরের কোতয়ালী থানার রুদ্রপুরের বানিয়াবহু গ্রামের মজুন আলীর ছেলে মোফাজ্জল, ফরিদপুর সদরের ভুয়ারকান্দির নর সিংহদিয়া গ্রামের মোহাম্মদ জালাল বেপারির ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন