রুহিয়া প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম আদর্শ গুচ্ছ গ্রামে ১০০ টি পরিবার বসবাস করে আসছে। এবারের বর্ষায় উক্ত গুচ্ছ গ্রামের প্রায় সবকটি বাড়িতে পানি উঠেছিল। বর্তমানে ২২টি ঘরে পানি থৈ থৈ করছে। সেখানে সরজমিনে কথা হয় ইউনুস আলী, সোনা মিয়া, বল্টু মিয়া সহ ভুক্তভোগী অনেকের সাথে। তারা সকলেই বলেন, আমাদের এই গুচ্ছ গ্রামে একটি ড্রেনের প্রয়োজন ড্রেনটি হলে এখানে আর পানি উঠবে না। ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন উক্ত গুচ্ছ গ্রাম পরিদর্শন পূর্বক এই প্রতিবেদক কে বলেন, আমি মন্ডলাদাম আদর্শ গুচ্ছ গ্রামে একটি ড্রেনের প্রয়োজন এটি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন স্যার কে জানিয়েছি, আশা করছি তিনি গুচ্ছ গ্রাম পরিদর্শন পূর্বক ড্রেনের কাজটি করে দেবেন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন মুঠো ফোনে বলেন, আমরা জানি এটা। যেহেতু আপাততঃ কোনো সরকারি বরাদ্দ নেই সেহেতু নতুন অর্থবছরে বরাদ্দ পেলে প্রথমেই ওই কাজটি করে দেবো।
৮২