লোকায়ন ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষদিকে এসে দারুণ খেলা দেখাচ্ছে চেলসি। বিশেষ করে কোল পালমার। ইংল্যান্ডের ২১ বছর বয়সী মিডফিল্ডারের দারুণ নৈপুণ্যে এভারটনকে ৬-০ গোলে হারিয়েছে চেলসি। যার মধ্যে একাই চার গোল করেছেন পালমার। সেই সঙ্গে হুমকিতে ফেলে দিয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা আরালিং হালান্ডের চলতি মৌসুমের গোল্ডেন বুট।
এভারটনের বিপক্ষে চার গোল করার মধ্যে দিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইটা আরও জমজমাট করে তুললেন পালমার। এভারটনের জালে এক হালি গোল দিয়ে সেই লড়াইয়ে হালান্ডকে ছুঁয়ে ফেললেন চেলসি তারকা। হালান্ডের অফ ফর্ম গোল্ডেন বুটের লড়াইয়ে পালমারকে এগিয়ে রেখেছে।
সোমবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ত্রয়োদশ মিনিটে নিকোলাস জ্যাকসনের সঙ্গে ওয়ান-টু খেলে জোরালো শটে প্রথম গোলটি করেন পালমার। ৫ মিনিট পর জ্যাকসনের শট এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ফিরিয়ে দেওয়ার পর ফিরতি হেডে দ্বিতীয় গোল করেন ইংলিশ তরুণ।
এরপর ২৯ মিনিটে পিকফোর্ডের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে পারফেক্ট হ্যাটট্রিক করেন পালমার। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে করেন চতুর্থ গোল। পালমারের চার গোলের আগে-পরে দুই গোল করেন নিকোলাস জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট।
পালমার উড়লেও চেলসি পড়ে আছে পয়েন্ট তালিকার নয়ে। ৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট দলটির। ৪৭ পয়েন্ট নিয়ে অবশ্য আটে থাকা ওয়েস্ট হামের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে চেলসি। অন্যদিকে এভারটন ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে ১৬ নম্বরে।
রাইজিংবিডি.কম