Home » পাহাড়ি ফল বাজারজাত করতে বিড়ম্বনায় চাষিরা

পাহাড়ি ফল বাজারজাত করতে বিড়ম্বনায় চাষিরা

by অনলাইন ডেস্ক

টানা হরতাল-অবরোধে পচনশীল কৃষি পণ্য নিয়ে বিপাকে খাগড়াছড়ির চাষিরা। চলতি মৌসুমে ফলন ভালো হলেও সঠিক সময়ে পেঁপে বাজারজাত করতে না পারায় পচে যাচ্ছে বাগানেই। 

চলতি মৌসুমে খাগড়াছড়িতে পেঁপে চাষ হয়েছে ৫৭১ হেক্টর জমিতে। ফলনও হয়েছে ভালো। তবে, হরতাল-অবরোধে সময়মত পেঁপে বাজারজাত করতে পারছে না চাষিরা।

ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদেরও দেখা নেই। স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় অনেক বাগানে গাছেই পচে যাচ্ছে পেঁপে। বাগান পরিচর্যা ও শ্রমিকদের মজুরি দিতে হিমশিম খাচ্ছেন চাষিরা।

কৃষি পণ্যকে রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার অনুরোধ কৃষি বিভাগের।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার বলেন, কিছু পল্য খুব পচনশীল। স্থানীয় বাজারে চাহিদা কম। তাই বাজারজাত করতে কৃষি পণ্যকে রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার আহবান তার।

এদিকে,  পণ্য ও যাত্রী পরিবহন সেবা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান

উল্লেখ্য, পেঁপে ছাড়াও কলা-আনারসসহ অন্য পাহাড়ি ফল বাজারজাত করতেও বিড়ম্বনায় চাষিরা।

You may also like