Home » পীরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পীরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

by নিউজ ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বুধবার পীরগঞ্জে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দবিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পৃথকভাবে পীরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে সহযোগী অধ্যাপক এএসএম রেজানুল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল হুদা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. একরামুুল হক, প্রভাষক প্রণীন্দ্র নাথ বর্মন, মো. মেহের এলাহী প্রমুখ।

You may also like