Home » পীরগঞ্জে ওপেন হাউজ ডে ও আলোচনা সভা

পীরগঞ্জে ওপেন হাউজ ডে ও আলোচনা সভা

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টা, পীরগঞ্জ : “পুলিশের সাঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুরি প্রতিরোধ, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা প্রবণতা রোধ, অনলাইন জুয়া, অজ্ঞান পার্টি সম্পর্কে সতর্কীকরণ ও জনসচেতনতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা উন্নয়নের ওপেন হাউজ ডে ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

সোমবার বিকেলে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা হয়। কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলম মোস্তফা’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম রাজা, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও প্রধান শিক্ষক নুরুল আমিন, ইউপি সদস্য আমজাদ হোসেন, মহিলা ইইপ সদস্য আঞ্জুয়ারা বেগম প্রমূখ। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

You may also like