স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ: “যতবার পড়িবে বই, ততবার জ্ঞান বাড়িবে নিশ্চয়’ই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা হয়েছে। সোমবার বিকালে পীরগঞ্জ পৌর পাঠাগার এবং বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘরের আয়োজন পৌর পাঠাগার হলরুমে এ সভা হয়। পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি ও আ’লীগ নেতা মোজাহারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, অঙ্গীকার নাট্য নিকেতনের সভাপতি গৌতম দাস বাবলু, সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান ও মোকাদ্দেস হায়াত মিলন, শিক্ষার্থী নাসরিন আকতার প্রমুখ। এ সময় পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, পৌর পাঠাগারের সহকারিক গ্রন্থাগারিক আরফান আলী সহ বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে অগ্রদুত পল্লী পাঠাগার, অধৃষ্য কøাব ও মকলেসুর রহমান স্মৃতি পাঠাগার সহ বিভিন্ন পাঠাগারের আয়োজনে আলোচনা সভা হয়।
পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা
১৭৯