পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পৌষের শেষ সপ্তাহে কনকনে শীত জেঁকে বসেছে পীরগঞ্জ উপজেলায়। শুক্রবার ও বৃহস্পতিবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি।
সকাল ৯ টায় তেুঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস জানালেও উত্তর-পশ্চিমের হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকালে জবুথবু অবস্থা অনেক শ্রমিককে কাজের সন্ধানে যেতে দেখা গেছে। দিন মুজুর শ্রেণীর মানুষ ক্ষেত খামারে কাজ করতে খুব কষ্ট পাচ্ছে। সকাল-সন্ধ্যায় বাড়ীর উঠানে এমন কি পৌর শহরের সড়কের পার্শ্বে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবাড়ন করতে দেখা যাচ্ছে ছিন্নমূল মানুষদের। ঠান্ডা বেড়ে যাওয়ায় সন্ধ্যার পরপরই বাড়ি ফিরছেন মানুষজন। ঘন কুয়াশার রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবার সরকারি ভাবে ৬ হাজার একশত কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা ইতোমধ্যেই জন প্রতিনিধিদের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তবে এ পরিমান বরাদ্দ চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় আরও বরাদ্দ প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে।