Home » পৃথিবীর সঙ্গে চাঁদের সেলফি

পৃথিবীর সঙ্গে চাঁদের সেলফি

by অনলাইন ডেস্ক
২০১৫ সালে পৃথিবী থেকে দশ লাখ মাইল দূরে মহাকাশে স্থাপন করা হয়েছে নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি। সংক্ষেপে যার নাম হলো DSCOVR। এটি রয়েছে পৃথিবী থেকে সূর্যের মাঝামাঝি একটি বিশেষ অবস্থানে। এই স্থানটির নাম হলো ল্যাগ্রঞ্জ পয়েন্ট।

নাসার একটি ওয়েব সাইট রয়েছে, যেখানে যেখানে ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলো আপলোড করা হয়। আপনাদের এ ব্যাপারে আগ্রহ থাকলে এই ওয়েবসাইটে গিয়ে ছবিগুলো দেখতে পারেন। দেখবেন কি অপূর্ব সুন্দর একটি নীল গ্রহে আমরা বসবাস করি।

সূত্র: নাসা

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন