Home » প্রভাতী প্রকল্পের চূড়ান্ত অ্যাসেসমেন্টে শতভাগ সাফল্য

প্রভাতী প্রকল্পের চূড়ান্ত অ্যাসেসমেন্টে শতভাগ সাফল্য

by নিউজ ডেস্ক
 ইএসডিও-ইআইটি, ঠাকুরগাঁও কর্তৃক পরিচালিত প্রভাতী প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (NSDA)-র চূড়ান্ত অ্যাসেসমেন্টে প্রশিক্ষণার্থীরা শতভাগ সফলতা অর্জন করেছেন।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এই মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে ‘কম্পিউটার অপারেশন’ (লেভেল-৩), ‘ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ (লেভেল-২), ‘সুইং মেশিন অপারেশন’ (লেভেল-২) ও ‘প্লাম্বিং’ (লেভেল-২) ট্রেডের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
চূড়ান্ত অ্যাসেসমেন্টে বোর্ড প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া আক্তার, এবং NSDA-এর অ্যাসেসর হিসেবে দায়িত্ব পালন করেন সুজন আলম।
ইএসডিও-ইআইটি ম্যানেজমেন্টের দিকনির্দেশনা, প্রশিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও প্রশিক্ষণার্থীদের পরিশ্রমের ফলে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

You may also like