স্টাফ রিপোর্টার : বগুড়ায় গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি । গত কাল ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি বিভাষ চক্রবর্তী প্রকল্পের বিভিন্ন কার্য্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন,
ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর, শংকর পল, প্রজেক্ট কো-অর্ডিনেশন এ্যানালিষ্ট সুমন চাকমা প্রমুখ।গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় তাঁরা জেলা লিগ্যাল এইড অফিসার এম. এম. মাহবুবু ইসলাম, , উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, শাজাহানপুর, বগুড়া ও শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন , প্রকল্প সমন্বয়কারী মারুফ আহমেদ , প্রোগ্রাম এন্ড ফিন্যান্স এ্যাসিসটেন্ট মোঃ তারেক আজিজ
উল্লেখ্য গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাস্তবায়নে সহযোগিতা করছেন ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকার ও বাস্তবায়ন সহযোগি সংস্থা হিসেবে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের ২১ টি জেলায় কাজ করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।