স্টাফ রিপোর্টার ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের (পশ্চিম নারগুন) এর রুনা আক্তার আজ বাংলাদেশের গর্ব। আজ শনিবার ঢাকার বনানীতে অবস্থিত আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন তার রংপুর বিভাগীয় টিম।
ফাইনালে টিমের ৩ গোলের মধ্যে সে একাই ২ গোল করে। এছাড়াও সে টুর্নামেন্টে মোট ৩ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বুট ও অন্যান্য পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখিত ভেন্যুতে বিকাল ৩ টা ৫৫ মিনিটে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। রুনা রংপুর বিভাগীয় টিমের হয়ে খেলেছে। প্রতিপক্ষ টিম ছিল চট্রগ্রাম বিভাগীয় টিম। রুনার এমন সাফল্যের পর তার এলাকায় তথা ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা বইছে। রুনা সদর উপজেলার নারগুন ইউনিয়নের (পশ্চিম নারগুন) গ্রামের মো: সিদ্দীক ও মোছা: রিনা আক্তারের মেয়ে।