Home » বালিয়াডাঙ্গীতে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) উপজেলা প্রশাসনের আয়োজনে ইএসডিও’র সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ। তিনি গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা কো-অর্ডিনেটর মো. জিবরিল ইডেন ৮টি ইউনিয়নের গ্রাম আদালতের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি যেসব ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম ধীরগতিতে চলছে, সেসব ইউনিয়নে কার্যক্রম ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় এই প্রকল্প পরিচালিত হচ্ছে। বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

অপর দিকে ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক কমিনিউটি মতবিনিময় সভা ও সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)  প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা   ইএসডিও’  আয়োজনে  সদর উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রহিমানপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুর সভাপতিত্বে  প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)  প্রকল্পের   উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা ইয়াসমিন। এ সময়  বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,  ইউপি সদস্য ফজলে রাব্বি, শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
উল্লেখ্য স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

You may also like